আবেদনের নিয়মাবলী
প্রতি আরবী বছরের ১০ শাওয়াল ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি করা হয়। শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের নির্ধারিত আবেদন পত্র পূরণ করে অফিসে জমা দিতে হবে।
আবেদনকারীর যোগ্যতা
আবেদনকারীর বয়স অবশ্যই প্রতিষ্ঠানের নির্ধারিত শ্রেণীভিত্তিক বয়স অনুযায়ী হতে হবে।
ইবতিদায়ী: সর্বোচ্চ ১০ বছর
তাহফীজুল কোরআন: সবোর্চ্চ ১৫ বছর
কিতাব বিভাগ: সর্বোচ্চ ১৮ বছর
- পূর্ব শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা সত্যায়িত ছাড়পত্র জমা দিতে হবে।
- চূড়ান্তভাবে নির্বাচিত হলে সাদা পোশাক ও সাদা টুপিতে সদ্য তোলা রঙিন দুই কপি পাসপোর্ট সাইজ ও এক কপি স্ট্যাম্প সাইজ ছবি জমা দিতে হবে।
- জন্মনিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে।
- ভর্তি সংক্রান্ত খরচ:
- ==> ফর্ম – ১০০ টাকা
- ==> ভর্তি ফী – ৩০০০ টাকা (আবাসিক/অনাবাসিক)
- ==> পাঠাগার ফী – ৫০ টাকা
- ==> পরিচয়পত্র – ১৫০ টাকা
- ==> বিবিধ – ২০০ টাকা
- মাসিক প্রদেয় (আবাসিক):
- ==> খাবার – ২০০০ টাকা
- ==> বেতন – ৫০০ টাকা
- ==> আবাসন – ৫০০ টাকা
- ==> গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল – ৫০০ টাকা
- ==> সর্বমোট – ৩৫০০ টাকা
- মাসিক প্রদেয় (আনাবাসিক):
- ==> বেতন – ৫০০ টাকা
- ==> গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল – ৫০০ টাকা
- ==> সর্বমোট – ১০০০ টাকা
- প্রয়োজনীয় ব্যবহার সামগ্রী:
- ==> তাবলীগী বেডিং
- ==> ২৮ ইঞ্চির ট্রাঙ্ক
- ==> সিঙ্গেল মশারী
- ==> প্লেট
- ==> গ্লাস
- ==> সাদা হাফ হাতা গেঞ্জি
- ==> সাদা টুপি
- ==> সাদা রুমাল
- ==> গামছা
- ==> মাদরাসার নির্দিষ্ট দুই ধরণের ইউনিফর্ম (সাদা জুব্বা ও পায়জামা এবং নির্ধারিত রংঙের কাটা পাঞ্জাবীর সেট)