بـسـم الله الـرحـمٰـن الرحـيْـم

    • রহিম মার্কেট, সানারপাড়
    • সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ, ঢাকা
    • রহিম মার্কেট, সানারপাড়
    • সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ, ঢাকা

লেখালেখি

ফকীহুল মিল্লাত

এক যে ছিল রাখাল বালক মক্কার নগরীতে,
বকরি চড়াতে ভোরে চলে যেত, ফিরত সন্ধ্যা রাতে।
মক্কানগরী ধরণী-কেন্দ্র, কেন্দ্র সভ্যতার,
মুহাম্মদ যে মানবজাতির মুক্তির অবতার
খোদার বিধান শ্রেষ্ঠ বিধান মুহাম্মদের পরে,
নাযিল হচ্ছে আসমান হতে একটু একটু করে,
রাখাল বালক জানে না সে কথা, রাখে না সেই খবর,

সম্পূর্ণ

আল্লাহ পরম প্রিয়তম মোর

তুমি বল, ‘মোর প্রেমের পরশ-মানিক পরশে যারে,
আর তারে কেউ চিনিতে পারে না, সোনা বলে ডাকে তারে।
তাহার অতীত, তাহার স্বধর্ম মুহূর্তে মুছে যায়,
তবু নিন্দুক হিংসায় জ্বলে নিন্দা করে তাহায়!’
‘সে কি কাঁদে’, কহে শাস্ত্রবিদেরা। মোর প্রেম বলে, ‘জানি,
আমার চক্ষে বক্ষে দেখেছি না-দেখা চোখের পানি।

সম্পূর্ণ

আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রেখো না

ঠিক এই মুহূর্তে আমি কঠিন বিপদে আছি। সফরের জন্য গোছগাছ করছি, গাড়ি গেইটে দাঁড়ানো। অথচ যে বক্তৃতাটা দেয়ার জন্য এই সফর, সেটাই এখনও তৈরি করিনি। আর এখন এই শেষ মুহূর্তে যখন কাগজ কলম নিয়ে বসেছি, মাথার মধ্যে একটার পর একটা বিষয়বস্তু এসেই চলেছে। একদম বৃষ্টির ফোঁটার মত।

সম্পূর্ণ

লাভ-ম্যারেজ

আমাদের কাছে প্রতিদিনই —আল-আইয়্যাম' পত্রিকা থেকে বিভিন্ন প্রশ্ন ও ফতোয়া আসে। এমন এমন প্রশ্ন আসে, যেগুলোর উত্তর দিতে বাধ্য হয়েই মগজটাকে কাজে লাগাতে হয়। লেখককে একই সাথে কলব ও কলমের সেতুবন্ধন তৈরী করতে হয়। তারপর পাঠকরা হৃদয় নিংড়ানো সে ফসল লাভ করে, যা লেখকের হৃদয়ের শিরা-উপশিরা বেয়ে, কলম থেকে শব্দের মালা হয়ে ঠাই করে নেয় কাগজের পাতায়।

সম্পূর্ণ

গোঁড়ামি ধর্ম্ম নয়

শুধু গুণ্ডামী ভণ্ডামী আর গোঁড়ামি ধর্ম্ম নয়,
এই গোঁড়াদের সর্বশাস্ত্রে শয়তানী চেলা কয়।
এক সে স্রষ্টা সব সৃষ্টির এক সে পরম প্রভু,
একের অধিক স্রষ্টা কোন সে ধর্ম কহে না কভু।
তবু অজ্ঞানে যদি শয়তানে শরিকী স্বত্ব আনে,

সম্পূর্ণ