ফকীহুল মিল্লাত
এক যে ছিল রাখাল বালক মক্কার নগরীতে,
বকরি চড়াতে ভোরে চলে যেত, ফিরত সন্ধ্যা রাতে।
মক্কানগরী ধরণী-কেন্দ্র, কেন্দ্র সভ্যতার,
মুহাম্মদ যে মানবজাতির মুক্তির অবতার
খোদার বিধান শ্রেষ্ঠ বিধান মুহাম্মদের পরে,
নাযিল হচ্ছে আসমান হতে একটু একটু করে,
রাখাল বালক জানে না সে কথা, রাখে না সেই খবর,