হাফেজ, মাওলানা, মুফতী, ফাযীল, বি এ অনার্স (রাষ্ট্র বিজ্ঞান)
إن الحمد لله، نحمدُه ونستغفره ونستعينه ونستهديه ونعوذُ بالله من شرورِ أنفسنا ومن سيئاتِ أعمالنا، من يهْدِ اللهُ فلا مضِلَّ له ومن يضلل فلا هادي له. وأشهد أنْ لا إله إلا اللهُ وحده لا شريك له وأشهد أنَّ محمداً عبدُه ورسولُه، بعثه اللهُ رحمةً للعالمين هادياً ومبشراً ونذيراً. بلّغ الرسالة وأدّى الامانة ونصحَ الأمّةَ فجزاهُ اللهُ خيرَ ما جزى نبياً من أنبيائه. صلواتُ اللهِ وسلامه عليه وعلى جميع الأنبياء والمرسلين، وعلى صحابته وآل بيته، وعلى من أحبهم إلى يوم الدين.
শুকরিয়ায় অস্তিত্বের সবটুকু অবনত মস্তকে পেশ করছি ঐ মহান রাব্বুল আলামীনের প্রতি, যিনি অবতীর্ণ করেছেন গোটা মানবজাতির কল্যান ও হেদায়েতের জন্য সর্বশ্রেষ্ঠ বাণী পবিত্র কোরআনুল কারীম। অসংখ্য দরূদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামনব, নবীকুল শিরোমনি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ প্রদত্ত ইলমে ওহীর মাধ্যমে অন্ধাকারাচ্ছন্ন, হাতাশায় নিমজ্জিত, বর্বর মূর্খ জাতিকে হাতে কলমে শিক্ষা দান করে আদর্শ হিসেবে গড়ে তুলেছেন। এর দ্বারা প্রতিয়মান হয় যে, ইলমে ওহীর মাধ্যমেই সমাজের আদর্শ সু-নাগরিক ও খোদাভীরু জাতিগঠন সম্ভব। সাথে সাথে আদর্শ সমাজ ও রাষ্ট্র বিনির্মানে যোগ্য মানুষও অপরিহার্য। এ প্রয়োজনকে সামনে রেখেই প্রতিষ্ঠিত হয়েছে মারকাযুল উলূম আইডিয়াল একাডেমি। মহান আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুন, আমীন।